chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রমিজের প্রিয়পাত্র হলেই পাকিস্তান দলে সুযোগ মেলে- অভিযোগ আজমলের!

কোনো সিরিজ বা টুর্নামেন্টের জন্য পাকিস্তানের দল ঘোষণা হবে আর সেটা নিয়ে আক্রমণাত্বক সমালোচনা হবে না- এমনটা হতেই পারে না। যথারীতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও শুরু হয়েছে কথার লড়াই। এবার পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল অভিযোগ করেছেন, রামিজ রাজার পছন্দের ক্রিকেটার হলেই নাকি জাতীয় দলে সুযোগ পাওয়া যায়! নাহলে ২১ বছর বয়সী মোহাম্মদ হারিস কোন পারফর্মেন্সের ভিত্তিতে বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ পেলেন?

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা সমালোচকদের নিশানায় আছেন। মোহাম্মদ হারিসের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আজমল।

শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বার বার উপেক্ষা করাতেও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। আজমল বলেছেন, ‘হারিস দলে আছে কারণ, রামিজ তাকে পছন্দ করেন। সে পিসিবি চেয়্যারম্যানের প্রিয়পাত্র। রামিজের জন্যই বিশ্বকাপের দলে আছে হারিস। ‘ এর আগে দল নির্বাচনে স্বজনপ্রীতির অভিযোগ করেছিলেন শোয়েব মালিক।

 

নিজের ইউটিউব চ্যানেলে আজমল আরও বলেছেন, ‘পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন হলে সরফারাজ আহমেদ কীভাবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে থাকে? ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। অথচ তাকে বিশ্বকাপের মূল দলে রাখা হলো না! শারজিল খান নামে আরও এক তরুণ ব্যাটারের কথা বলেছেন আজমল। যিনি গত মাসেই পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় ছিলেন।