chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংবিধান মানলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের অনেক রাজনীতিবিদ আগামী নির্বাচন নিয়ে প্রতিদিন অনেক কথা বলছেন। আমি বলি, বিএনপি যদি দেশের সংবিধান মানে, দেশের প্রচলিত আইন মানে, নির্বাচন কমিশন মানে তাহলে অবশ্যই তাদের নির্বাচনে আসা উচিত। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের বিষয়। আমরা চাই সবাই নির্বাচনে আসুক।

 

নির্বাচন গণতন্ত্র চর্চার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচন মারামারি, হানাহানির বিষয় নয়। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এটাই জাতি আশা করে।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৫ম বর্ষপূতি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, পুলিশ সুপার মো. এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে গেছে। আরো আসবে। আমরা চেষ্টা করছি যাতে মানুষের স্বস্তির মধ্যে থাকে। তবে বিশ্বব্যাপী সংকটের কারণে মাঝে-মধ্যে সমস্যা হয়। তাই আমাদের আরো সাশ্রয়ী হতে হবে।

এই বিভাগের আরও খবর