chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে কলেজছাত্র ইভান হত্যা: গ্রেফতার আরো ৩

নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় এলাকায় কলেজছাত্র ইভান হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির  তথ্য নিশ্চিত করেছেন । গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সজীব নাথ, সৌভিক পাল ও মো. শাখাওয়াত হোসেন।

ওসি বলেন, চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইভান হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল রাতে দু’পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আসকার বিন তারেক ইভান। ওই ঘটনায় আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ইভানের বাবা।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর