chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাশঁখালীতে টমটম উল্টে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টমটম উল্টে মো. সাকিব (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিলকূপ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার টোনা মিয়া সওদাগরের বাড়ির মোজাম্মেল হকের ছেলে সাকিব । বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাকিব কয়েকজন বন্ধুসহ টমটম গাড়িতে উঠলে গাড়িটি মোড় ঘুরানোর সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর