সন্ত্রাসীদের আঘাতে আহত সিরাজুলকে দশলক্ষ টাকার চেক প্রদান
২০১০ সালে বিজয় মেলায় সন্ত্রাসীদের আঘাতে আহত চন্দনাইশের মো. সিরাজুল ইসলাম চৌধুরী কে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দশ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্সে এ চেক প্রদান করা হয়।
জনাব মো. সিরাজুল ইসলাম চৌধুরী ২০১০ সালে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধ উপলক্ষ্যে বিজয় মেলা চলাকালীন সময়ে সন্ত্রাসীদের দ্বারা মারাত্মকভাবে জখম হন। এতে তার শরীরের বামহাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
মআ/চখ