chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়োহানি এবার বলিউডে

‘মানিকে মাগে হিথে’- গান গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেন শ্রীলঙ্কার তরুণী ইয়োহানি ডি সিলভা। সিংহলি ভাষার গানটি পরে বিশ্বের বিভিন্ন ভাষায় অনেক শিল্পী কাভার করেছেন। ওই জনপ্রিয়তায় ভর দিয়ে ইয়োহানি এবার বলিউডে।

তার ‘মানিকে মাগে হিতে’ গানটিকেই নতুন আয়োজনে ব্যবহার করা হয়েছে ‘থ্যাংক গড’ নামের একটি হিন্দি সিনেমায়। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে গানটি।

মূল গান ইয়োহানির একক কণ্ঠে হলেও এখানে তার সঙ্গী হয়েছেন জুবিন নটিয়াল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচি ও চমথ সংগীত। ভিডিওতে পারফর্ম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউডের ড্যান্স সেনসেশন নোরা ফাতেহি।

ইয়োহানির গানের সঙ্গে নোরার আবেদনময়ী নৃত্যের ঝলক নজর কেড়েছে দর্শকের। ফলে অন্তর্জালে গানটির ভিউ বাড়ছে বাতাসের বেগে। প্রকাশের মাত্র ৭ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ৩৪ লাখ।

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর