chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ,খাবার-৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীতে নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ সংরক্ষণসহ নানা দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার কাটগড় ও এনায়েতবাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

এ সময় চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরব সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, কাটগড় বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, বার্থডে কেক বিক্রির জন্য সংরক্ষণ করায় ফার্মভিলাকে ৪০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দোকা‌নেও তদার‌কি করা হয়। একইসঙ্গে সকল‌কে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর