chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাবিবুল আউয়াল করোনা আক্রান্ত, সিইসির দায়িত্বে আহসান হাবিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত। তাই তার অসুস্থতাকালীন সিইসির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

এতে উল্লেখ করা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন। ’

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি করোনা আক্রান্ত।

জ্বরের কারণে বুধবার (১৪ সেপ্টেম্বর) সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এই বিভাগের আরও খবর