সীতাকুণ্ড বিএম ডিপোতে বিস্ফোরণে আরও ২ লাশের পরিচয় মিলেছে
সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত মর্গে থাকা আরও দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার হেদায়েত উল্লাহর ছেলে মাঈন উদ্দিন (২৩) ও কোম্পানিগঞ্জের শাহাজাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জুয়েল (৩৫)।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর শনাক্তকৃত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে তিনটি ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে দুটি মাঈন উদ্দিন ও জুয়েলের এবং আরেকটি আগে হস্তান্তর করা হাশেম ড্রাইভারের পায়ের রিপোর্ট। নতুন শনাক্ত দু’জনের লাশ হস্তান্তর করা হয়েছে। পরিচয় না মেলায় আরও ১১ মরদেহ মর্গে রয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে থাকা রাসায়নিক পদার্থ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় ভয়াবহ বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। এতে সবমিলিয়ে ৫১ জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া আহত হন দুই শতাধিক মানুষ।