chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী

খাগড়াছড়ি জেল কারাগারে বসে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিয়েছেন তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেই এই তিন শিক্ষার্থী।

জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বিয়ষটি নিশ্চিত করেছেন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র সোহাগ আলম। সোহাগ একমাস আগে নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসী হয়। আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়কেদনি আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছে আরিফুল। মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী নিপুণ ত্রিপুরা। একবছর আগে জেলে গেছে নিপুণ।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, কারাগারে তিন শিক্ষকের তত্ত্বাবধানে তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিয়েছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এই বিভাগের আরও খবর