chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে টানা চতুর্থ দিন চারশর বেশি কোভিড রোগী শনাক্ত

দেশে গেল কিছুদিন ধরে ফের বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘন্টায় ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মত চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন হয়েছে।

তাছাড়া গেল ২৪ ঘন্টায় সারাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৩০৩ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবারও চারশ ছাড়ায়, মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন এবং বুধবার ৪০২ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর