রিকশা ঠেলে জীবন চলা
চট্টগ্রাম শাহ আমানত সেতুতে যাত্রী নিয়ে চালকদের একাই রিকশা চালিয়ে যাওয়া দুরূহ। সেতুর মাঝ পথে উঁচ পথটি পাড়ি দিতে কারো না কারো সহযোগিতার প্রয়োজন পড়ে।

আর ওই প্রয়োজনকে ঘিরে সংসার চলে কিছু মানুষের। তারা রিকশার পেছনে ঠেলে প্রতিবার সেতু পার করাতে ২০ টাকা নিয়ে থাকেন। আজ বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি।