chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাজেট সহায়তার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার ( রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।

এর আগে, গেল দুই বছর বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেয় এডিবি। সেই ধারাবাহিকতায় এবারও বাজেটে সহায়তা পাবে বাংলাদেশ।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক অবস্থায় ভারসাম্য আনতে বাংলাদেশকে এই ঋণ দেওয়া হবে। দেশটির হাওর এলাকার অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। বৈশ্বিক সংকটের পরও বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভালো করছে বলেও জানান তিনি।

এ সময় এম এ মান্নান বলেন, বাজেট সহায়তা আমরা সব সময়ই পেতে পারি। কিছু শর্ত সাপেক্ষে আমরা এই ঋণ পাচ্ছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় আমরা সফল। এ ছাড়াও বিভিন্ন প্রকল্পকে ৩ ভাগে ভাগ করায় প্রশংসা করেছে এডিবি।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর