chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই মায়ের আয়োজনে আলিয়ার সাধ

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরই কাপুর ও ভাট পরিবারে আসবে নতুন অতিথি।

দুই পরিবারই অধীর উত্তেজনায় গুনছে দিন। ইতোমধ্যেই আলিয়ার সাধের পরিকল্পনা করেছেন তার দুই মা।

নায়িকার দুই মায়ের মধ্যেও আনন্দের শেষ নেই। মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপুর সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়ার দুই মা।

অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, আকাক্সক্ষা রঞ্জন, নব্যা নন্দা, শ্বেতা বচ্চন আরও অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকছেনই।

মআ/চখ

এই বিভাগের আরও খবর