আক্তারুজ্জামান ফ্লাইওভারে সিএনজি প্রাইভেট কারের ধাক্কায় নারীসহ আহত ২
নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে সিএনজি প্রাইভেট কারের ধাক্কায় নারীসহ দুইজন আহত হয়েছে। ঘটনার পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরে জিইসিমুখী কর্ণফুলী গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন— সিএনজি চালক নুরুল আমিন (৪০) ও যাত্রী নাসিমা বেগম (৫০)।
জানা যায়, ফ্লাইওভারে দ্রুতগামী একটি প্রাইভেট কার হঠাৎ করেই রাস্তায় হার্ড ব্রেক করে। ফলে কারের ঠিক পিছনেই থাকা সিএনজি ব্রেক ধরার সময় না পেয়ে সজোরে কারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে কারের পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দুর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীর আসনে থাকা মাঝবয়সী একজন নারী গুরুতর আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার এস.আই মামুন বলেন, দুর্ঘটনার পর কয়েকজন পথচারী মিলে তাদের উদ্ধার করে চমেকে নিয়ে যায়। প্রাইভেট কারটি জব্দসহ চালকে আটক করা হয়েছে।