chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাটকল ইজারার জন্য শর্ত সংশোধনের প্রক্রিয়া চলছে : বস্ত্র ও পাটমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার জন্য শর্ত সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। ইজারা নিতে আগ্রহীদের চাহিদাকে বিবেচনায় নিয়ে এই শর্ত সংশোধনের প্রক্রিয়া শেষ হতে ১৫ দিনের মতো লাগবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আমিন জুটমিল পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমরা যখন মিলগুলো বন্ধের ঘোষণা দিই, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, খুব তাড়াতাড়ি মিলগুলো আবার চালু হবে। কিসের ভিত্তিতে হবে সেটার একটা ধারণা উনি দিয়েছিলেন। তারপর আমরা অনেক জল্পনাকল্পনার পরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে দেখি, সরকারের সঙ্গে পার্টনার খুঁজে পাওয়া অনেক মুশকিলের ব্যাপার। ৫-৬ বছর লেগে যায়। আমাদের তো একটা মার্কেট আছে, বিদেশি মুদ্রা আয় করি আমরা।’

‘আমরা চিন্তা করলাম যে যত তাড়াতাড়ি পারি, মিলগুলো যেন চালু করা যায়। সোজা রাস্তা হল ইজারা ভিত্তিতে। তিনটি মিল তিনজন লিজগ্রহীতা চালু করেছেন। আরও তিনটি চালুর পর্যায়ে আছে। এই পর্যায়ে এসে যারা লিজ নিতে আগ্রহী তারা শর্ত সংশোধনের কথা বললেন। কারণ মিল চালু করতে হলে তাদের নতুন মেশিন লাগবে। একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এখন লিজ নেওয়ার পর যদি তাদের তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়, তাহলে তো তারা নতুন মেশিন আনবে না। সেজন্য আমরা শর্ত সংশোধনের চেষ্টা করছি, যাতে লিজ যারা নেয় তারা অন্তত ভাবে যে, লিজ নিলে তাদের ক্ষতি হবে না, লাভ হবে। সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি।’

অনেক লিজগ্রহীতা টাকা পরিশোধ করছে না— এমন অভিযোগের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘টাকা পরিশোধ করছে না, এটা সত্য নয়। বলছে- শর্ত সংশোধন করে দেন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেব। তাদের কথায়ও যুক্তি আছে। এখন তাদের লিজ দিলাম, ছয় মাস পর যদি উঠিয়ে দিই, তাহলে তারা যে বিনিয়োগটা করল, সেটার কি হবে। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এটার একটা প্ল্যান করছি। ১৫ দিনের মতো লাগবে শর্ত সংশোধন করতে।’

পাটকলের জায়গা অবৈধ দখলে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে— আমরা মিলগুলো তাড়াতাড়ি চালু করব। পাটকলের জায়গা, সরকারি জায়গা অনেক দখল হয়ে আছে। সেটার দিকে এখন আমরা নজর দিচ্ছি না। মিলগুলো চালু করাই এখন আমাদের মূল কাজ।’

শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, ‘টাকাপয়সা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। ৯৮ শতাংশ শ্রমিকের টাকা আমরা দিয়ে দিয়েছি। এখন তো আন্দোলনের সুযোগ নেই। এই চ্যাপ্টার ক্লোজ। শ্রমিক সংগঠনের সঙ্গে বসে বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি-দাওয়া মেনে নিয়েই অবসর দিয়েছি। হ্যাঁ, কিছু শ্রমিক এখনো টাকা পায়নি, সেটা অন্য সমস্যা। তারা বাসা দখল করে বসে আছে। আমরা বলছি, বাসা ছেড়ে দিয়ে চলে যাও, যাচ্ছে না। আর কিছু আছে মামলাজনিত এবং পরিচয়পত্রে ভুল। টাকা আমাদের কাছে আছে, মন্ত্রণালয়েই আছে। আমি নির্দেশ দিয়েছি— যত তাড়াতাড়ি সম্ভব আইনগত জটিলতা সমাধান করে এবং আইডি কার্ডগুলো সংশোধন করে টাকা দিয়ে দাও। এটা মানবিক একটা বিষয়।’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও জানান, ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা হয়েছিল, সবগুলোই লিজের প্রক্রিয়ায় আছে। এর মধ্যে দশটির মতো মিলের লিজের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শর্ত সংশোধন হলে লিজ নিতে ইচ্ছুক ব্যবসায়ীরা ব্যাপকভাবে আগ্রহী হবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

আমিন জুটমিলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা দুই বছর ধরে বন্ধ আছে। এই মিলটি একেবারের শহরের মাঝখানে। সিটি করপোরেশনের সঙ্গে কথা বলতে হবে। তারা যদি বলে যে এখানে মিল থাকতে পারবে না অথবা যদি বলে থাকবে— তাহলে মিল লিজ দিয়ে চালু করা হবে।’

বেলা ১২টার দিকে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আমিন জুটমিলে পৌঁছান। এসময় বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও আমিন জুট মিলের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। মন্ত্রী আমিন জুট মিলের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে করেন।

এসময় আমিন জুটমিলের মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুল হাসান, ব্যবস্থাপক (প্রশাসন) আলাউদ্দিন পাটোয়ারী, ব্যবস্থাপক (উৎপাদন) মিলজার হোসেন এবং কর্মকর্তা মো জহির উদ্দীন।

বিকেলে পাট ও বস্ত্রমন্ত্রী নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে ‘দেশের প্রথম রাবার ও রাবারভিত্তিক শিল্পপণ্য মেলার’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এই বিভাগের আরও খবর