chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথমবার পর্দায় একসঙ্গে ভিকি-ক্যাটরিনা

এবার প্রথমবারের মতো পর্দায় তাদের একসঙ্গে দেখা যাবে বলিউডের আলোচিত জুটি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

তবে কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন না ভিকি ও ক্যাটরিনা। ‘ক্লিয়ারট্রিপ’ নামে ভ্রমণ বিষয়ক একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই বিজ্ঞাপনে ফটোশুটের কিছু ছবিও ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতিতে ভিকি-ক্যাটরিনা বলেন, ‘ক্লিয়ারট্রিপের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। এটি নতুন এবং খুবই সম্ভাবনাময় একটি ব্র্যান্ড। আমাদের ব্যক্তিত্বের সঙ্গে এই ব্র্যান্ড সাদৃশ্যপূর্ণ— শুধু জুটি হিসেবে নয়, সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও। ক্লিয়ারট্রিপের নতুন লুক আমাদের অনেক পছন্দ হয়েছে এবং ভ্রমণ শিল্পে আমরা বিপ্লব ঘটাতে চাই।’

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর