chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রামের খুলশী এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডসহ আসামিকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালত এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন-কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর দুলাল চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন (৪২)

সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ আগস্ট পারিবারিক কলহের জেরে ঝাউতলা বিহারী কলোনীতে স্বামী মোহাম্মদ হোসেন স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে মরদেহ ঘরে রেখে পালিয়ে যায়। এরপর আমেনা বেগমের বড় বোন বুলু বেগম এ ঘটনায় বাদি হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর