chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

খলনায় পটকা মাছ খেয়ে পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬) নামের দুজনের মৃত্যু হয়েছে। এতে সাইদুল নামে অপর একজন অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সন্ধ্যার (১২ সেপ্টেম্বর ) দিকে এ ঘটনা ঘটে ।

নিহতদের প্রতিবেশি আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী বলেন, ‘পরি বেগমের পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যায়।’

জাহাঙ্গীরের ভাবি রোজিনা বেগম বলেন, ‘নিহতদের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে। সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।’

এই বিভাগের আরও খবর