chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলশীতে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ইসমাইল হোসেন আজাদ (৩৭) ও মো. হোসেন (৩৩)।

জানা গেছে, গত ৮ মে নগরীর খুলশী থানাধীন হাজী নুর আহমদ সড়কস্থ আলফালাহ্ গলির একটি বাসার জানালার গ্রীল কেটে ঘরে থাকা ষ্টিলের ও কাঠের কেবিনেট ভেঙ্গে সাড়ে ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

এ ঘটনায় বাসার মালিক খুলশী থানার মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার দিনভর খুলশী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নূরুল আলম। তিনি বলেন, আটককৃতরা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংঘটিত করে থাকে। তাদের দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর