বিএনপির আন্দোলন মানেই নৈরাজ্য: তথ্যমন্ত্রী
সমমনা দল নিয়ে বিএনপির আন্দোলনে নামার ঘোষণার সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের আন্দোলন মানেই পেট্রোল বোমা হামলাসহ নৈরাজ্য সৃষ্টি করা। এবার তা করা হলে তাদের প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় বিএনপিকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, যেহেতু আওয়ামী লীগ সরকারের দায়িত্বে আছে তাই দলের সমালোচনা হবে। পৃথিবীর কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে স্বপ্ন দেখাতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, যাদের কারণে সাংবাদিকদের বদনাম হচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু সংবাদপত্রকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।