chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীর জুলধায় আগুনে পুড়ল বাড়ি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ফকিন্নির হাট এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

তথ্য নিশ্চিত করে আনোয়ারা-কর্ণফুলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, সকালে জাতীয় সেবা ৯৯৯ নাম্বার থেকে একটি ফোন আসে।

বলা হয়, জুলধা ইউনিয়নের ফকিন্নির হাট এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর