chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নস্থ জঙ্গলকৈয়া সড়কে নসিমন-ভটভটি গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম ইমাম হোসেন। বয়স ১২। সে ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জঙ্গলকৈয়া এলাকার মো. ইসলামের ছেলে।

জানা গেছে, বাড়ির পাশের সড়কে খেলছিলেন শিশু ইমাম হোসেন। এসময় নসিমন-ভটভটি গাড়ির নিচে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পথচারীরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন ভুজপুর থানার অফিসার্স ইনচার্য হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর