chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তিনশ’ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নগরীর মুচি ও নাপিতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে প্রধানমন্ত্রীর মানবিক এ উপহার বিতরণ করা হয়।

চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীভুক্ত ৩০০ জনকে এ উপহার দেওয়া হয়। এর মধ্যে মুচি ১৫০ জন ও নাপিত ১৫০ জন। তাদের প্রত্যেককে ১৪ কেজি ৪০০ গ্রাম প্যাকেজ দেওয়া হয়। এতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ, মহানগর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ এবং নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম।

এই বিভাগের আরও খবর