chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : ২৪ ঘন্টায় দেশে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

দেশে আগের দিনের তুলনায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। কমেছে মৃত্যুর সংখ্যা। আগের দিন করোনা আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হলেও গেল ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৩৩৪ জনই।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪২১ জন। যা আগের দিনের তুলনায় ১১১ জন বেশি। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৯.২৩ শতাংশ।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।

তাছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৫৬৪টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর