চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
নগরীর কোতোয়ালী থানা পলোগ্রাউন্ড স্কুলের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. বাদশাহ (২৬) মো. সোহাগ (২৬) সাইফুল ইসলাম বাবু (৩০) মো. মনির (৩৮),ও মো. রুবেল (২৮)
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
তিনি বলেন, ‘পলোগ্রান্ড স্কুলের সামনে আট নয় জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১টায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়। সিআরবি থেকে টাইগারপাস, টাইগারপাস থেকে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস থেকে সিআরবি যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে ডাকাতি-অস্ত্র আইনসহ ৭টি, রুবেলের বিরুদ্ধে ৪টি, মনিরের বিরুদ্ধে ৪টি, সোহাগের বিরুদ্ধে ২টি ও বাদশাহর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।’