chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, ১১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১২ জন।

জানা গেছে, মোট ৩৭ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালির দিকে যাচ্ছিল নৌকাটি। স্থানীয় সময় গত মঙ্গলবার সেটি ডুবে যায়। এরপর ১৪ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

তিউনিসিয়ার সরকারি সংবাদ সংস্থা টিএপি বলেছে, গত শনিবার রাতে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।
এ বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, ১ হাজার ৩৩ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। ৯৬০ জন ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গণমাধ্যমের খবরে জানা যায়, নৌকাটি তিউনিসিয়ার স্ফ্যাক্স অঞ্চল থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ৪০ মাইল দূরে মাহদিয়া শহরের কাছে চেব্বা উপকূলে এটি ডুবে যায়। ইউরোপে যাওয়ার আশায় যাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিতে চেষ্টা করেন, তাদের বেশির ভাগই এই স্ফ্যাক্স অঞ্চল দিয়ে যাত্রা শুরু করেন।
সূত্র: বিবিসি

 

চখ/ইআ

এই বিভাগের আরও খবর