পাঁচলাইশে দুই দোকানীকে গুনতে হলো জরিমানা
চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় লাইসেন্স বিহীন হলুদ ও মরিচের গুঁড়ার দোকান পরিচালনা করায় দুই দোকানীকে গুনতে হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই।
জানা গেছে, পাঁচলাইশ থানাধীন শাহ আলম ফ্লাওয়ার মিল এবং মঞ্জুর মিল নামের দুই প্রতিষ্ঠানকে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পণ্যের লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।