chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একই সাথে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা।

আগের দিন দেশে করোনায় একজনের মৃত্যু হলেও গেল ২৪ ঘন্টায় আরো একজন বেড়ে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আগের দিন ২২২ জন করোনা রোগী শনাক্ত হলেও আজ তা বেড়ে ৩১০ জন হয়েছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় নতুন দুজনসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৩৪ জনে। একই সময়ে নতুন ৩১০ জন নিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮.৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর