chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় প্রেসক্লাবে বৃক্ষরোপণ করলেন তথ্যমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবের ভেতরে বৃক্ষরোপণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। বনভূমিও বেড়েছে।

তিনি বলেন, আজকে প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদে জানাই, এমন উদ্যোগ গ্রহণ করার জন্য। তাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী সবাইকে ফলের গাছ, ফুলের গাছ, ওষুধি গাছ লাগাতে বলেছেন, তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আজকের এ কার্যক্রম।

বৃক্ষরোপণকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলমসহ জাতীয় প্রেসক্লাবের নেতারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

 

এই বিভাগের আরও খবর