বন্দরে ৩ ছিনতাইকারী আটক
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ট্রাকে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সল্টগোলা এলাকা থেকে ছিনতাইয়ের পর ছয় ঘণ্টার মধ্যে তাদের আটক করে বন্দর থানা পুলিশ। আটককৃতরা হলেন-মো হাসেম (২৮), মো জসিম (২৫) ও মো রুবেল (৩৩)।
সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে সল্টগোলা ক্রসিং আজাদ কলোনীর সামনে ট্রাকটি পৌঁছালে আটককৃত তিনজন মিথ্যা কথা বলে ভিকটিমকে গাড়ি থেকে নামতে বলে। ভিকটিম দরজা খোলার সাথে সাথেই ৩ জন দু্বৃত্ত গাড়ির ভেতরে প্রবেশ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে নগদ ২৩ হাজার টাকা,এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সের আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।