chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুক্তি পাচ্ছে বিউটি সার্কাস

ডেস্ক নিউজঃ ‘বিউটি সার্কাস’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর। ছবির পরিচালক মাহমুদ দিদার জানালেন, আবহমান বাংলার সার্কাসশিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্প এটি।

বিউটি সার্কাস’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারের শুরু হয়েছে জয়া আহসানের কণ্ঠ দিয়ে। তার মুখে শোনা যায়, ‘এই গল্পটি শুধু আমার নয়। এই গল্পটি না বিউটির, না সার্কাসের। আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি’।

 

সার্কাস-কন্যা বিউটির রহস্যজাগানিয়া এক লড়াই দর্শকদের মুগ্ধ করবে।

‘বিউটি সার্কাস’ ছবিতে সার্কাস-কন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এবিএম সুমন, তৌকীর আহমেদ, ফেরদৌস আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধু, গাজী রাকায়েত প্রমুখ।

 

চখ/সাকা

এই বিভাগের আরও খবর