chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খারকিভের ৩০টি বসতি পুনর্দখল ইউক্রেনের

ডেস্ক নিউজঃ ইউক্রেন বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের ৩০টি বসতির পুনর্দখল নিয়েছে।

রুশ বাহিনীর কাছ থেকে এ সব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
শুক্রবার তিনি বলেন, আজ পর্যন্ত ইউক্রেনের সশস্ত্র বাহিনী খারকিভের ৩০টিরও বেশি এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে অনেক মানুষ হতহত হয়েছেন। ধ্বংস হয়েছে অনেক ঘর-বাড়ি, শহরসহ অনেক সম্পদ। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। যুদ্ধ এখনো শেষ হয়নি প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশ।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর