chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ

ডেস্ক নিউজ: আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টারসেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ থেমে থেমে ভেসে আসছে বলে জানায় স্থানীয়রা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এদিকে গতকাল শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে পড়ে।

 

এই বিভাগের আরও খবর