চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. রিয়াদ বিন জয় (২৫)। সে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের বাইনজুরী এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান। স্থানীয়দের বরাতর তিনি বলেন, চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে গাছবাড়িয়া কলেজ গেইট মুখী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশা চালকসহ চারজন আহত হয়। তাদেরকে স্থানীয়দের সহায়তায উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক জয়কে মৃত ঘোষণা করেন।
বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নেয়ার তথ্য দিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
চখ/আর এস