রানীর মৃত্যুতে ইংল্যান্ডে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত
রানির মৃত্যুতে তার সম্মানে ইংল্যান্ডে এক সপ্তাহের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনি, রবি ও সোমবার মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগের দশটি ম্যাচ। শুধু প্রিমিয়ার লিগই নয়; নারী ফুটবল লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগসহ তৃণমূল ফুটবলও স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গলফ টুর্নামেন্ট ও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওভালে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টারস বলেছেন, ‘আমাদের ক্লাবগুলো দেশের প্রতি মহামানবের দীর্ঘ এবং অটল সেবার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এটি শুধু জাতির জন্যই নয়, সারা বিশ্বের লাখ লাখ মানুষের জন্য একটি অত্যন্ত দুঃখজনক সময়, যারা তাকে প্রশংসিত করেছিল এবং আমরা তার মৃত্যুতে শোকাহত ও সবার সঙ্গে একত্রিত হয়েছি। ‘