chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় করোনা একজনের মৃত্যু : শনাক্ত ২৭৮

সারাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে।

তাছাড়া গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৭৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর