chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপের আগে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

ডেস্ক নিউজঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এবারের আসরে আটটি দল সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাকি চার দল নিশ্চিত হবে বাছাইপর্ব থেকে। মূল আসরের আগে এই আটটি দল ২টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুযায়ী সুপার টুয়েলভের আগে ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। দুইদিন পর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এই বিভাগের আরও খবর