chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ১

নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে রাজিব হোসেন নামে এক যাত্রী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বাহির সিগন্যাল এলাকার একটি প্রতিষ্ঠানে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার যাত্রী রাজিব আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চখ/আরফ

 

এই বিভাগের আরও খবর