chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজিব হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় বাহির সিগন্যাল এলাকাস্থ প্যারাডাইস কমিউনিটি সেন্টারের সামনে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত রাজিব হোসেন দুর্ঘটনা কবলিত টেম্পু যাত্রী ছিলেন।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুর সামনে বসা এক যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর