বায়েজিদ লিংক রোডে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ
বায়েজিদ লিংক রোডের ফুটপাত ও কেজিডিসিএল এর গ্যাস পাইপলাইনের উপর ও দুইপাশে অবস্থিত শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করেছে সিডিএ,পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও কেজিডিসিএল ।
আজ সকাল ১০ টায় শুরু হওয়া অভিযানে লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পাইপলাইনের উপর ও দুইপাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করতে অভিযান পরিচালিত হয়।
যৌথ এই অভিযানে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সিএমপি, আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।