chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এপল ইভেন্টঃ আসুন জেনে নেই কি কি লঞ্চ হলো

ডেস্ক নিউজঃ বাংলাদেশ সময় রাত ১২:৩০ থেকে শুরু হয় বিখ্যাত আইফোন এর ব্র্যান্ড এপল ইভেন্ট। আসুন জেনে নেই কি কি লঞ্চ হলো এপল ইভেন্টে।

আইফোন ১৪ প্রো
আসছে নতুন আইফোন ১৪ প্রো। স্টেইনলেস স্টিলের কেইস থাকবে এতে, কিনতে পাওয়া যাবে চারটি রঙে। নোটিফিকশেন দেখাবে নতুন ‘ডায়নামিক আইল্যান্ড’। প্রো সংস্করণেরও আছে দুটি মডেল; বেসিক প্রো মডেলের ডিসপ্লের আকার ৬.১ ইঞ্চি, প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৭ ইঞ্চি।

এতে যোগ হচ্ছে ‘অলওয়েজ অন ডিসপ্লে’। চলবে নতুন এ১৬ বায়োনিক চিপে। গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ খরচ, ক্যামেরা এবং ডিসপ্লে। ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় এ১৬ চিপ বানিয়েছে অ্যাপল। ছয় কোরের সিপিইউতে থাকবে দুটি হাই-পারফর্মেন্স কোর এবং দুটি হাই এফিশিয়েন্সি কোর; আছে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন এবং পাঁচ কোরের জিপিইউ। ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকছে এতে, আছে কোয়াড-পিক্সেল সেন্সর। ৪৮ মেগাপিক্সেলে ‘র’ ফরম্যাটে ছবি তুলতে দেবে আইফোন ১৪ প্রো। আরও আছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

আইফোন ১৪ এবং ১৪ প্লাস
আইফোন ১৪ এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। প্লাস সংস্করণের দাম শুরু হবে ৮৯৯ থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রিঅর্ডার নেবে অ্যাপল।
১.৯ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে। ভিডিওর বেলায় যোগ হচ্ছে নতুন অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড। ৫জি সংযোগ থাকবে এতে।
থাকবে একাধিক ডিজিটাল ‘ইসিম’, ক্র্যাশ ডিটেকশন ফিচার এবং স্যাটেলাইট সংযোগ।
আইফোন ১৪-এর ডিসপ্লে হবে ৬.১ ইঞ্চির, আর এর প্লাস সংস্করণে থাকবে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। দুই মডেলেই থাকবে সিরামিক শিল্ড, পানি ও ধুলা নিরোধক হবে ডিভাইসগুলো, কিনতে পাওয়া যাবে পাঁচটি রঙে।
থাকছে এ১৫ বায়োনিক চিপের পাঁচ কোরের জিপিইউ। ১.৫ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে।

নতুন এয়ারপড প্রো
নতুন এয়ারপড প্রো আনছে অ্যাপল। নতুন এইচ২ চিপ থাকবে এয়ারপড প্রো-তে। রাস্তার বাড়তি আওয়াজ কমাবে নতুন ‘অ্যাডাপ্টিভ ট্রান্সপারেন্সি’ ফিচার। আঙ্গুল স্পর্শেই নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম। একবারের চার্জে টানা ছয় ঘণ্টা চলবে নতুন এয়ারপড প্রো।

অ্যাপল ওয়াচ আল্ট্রা
অ্যাপল ওয়াচ আল্ট্রায় থাকবে টাইটেনিয়ামের তৈরি এর ৪৯ মিলিমিটরের কেইস। আছে নতুন ‘অ্যাকশন বাটন’। একবারের চার্জে ৩৬ ঘণ্টা চলবে আল্ট্রা। ৬০ ঘণ্টার সমর্থন আসছে শিগগিরই। রাতের জন্য আছে ‘নাইট মোড’। জীবনে অ্যাডভেঞ্চার চান এমন মানুষদের কথা মাথায় রেখে এর নকশা করেছে অ্যাপল।

জিপিএস সিগনালের বাধা বিপত্তি এড়াতে ডুয়াল ফ্রিকোয়েন্সির জিপিএস ফিচার রেখেছে অ্যাপল। অ্যাপল ওয়াচ আল্ট্রাকে বাজারের সেরা স্পোর্টস ওয়াচ হিসেবে উপস্থাপন করছে অ্যাপল। হারিয়ে গেলেও ফেলার পথ খুঁজে দেবে আল্ট্রার জিপিএস। ১৩০ ফুট পানির নিচেও চলবে অ্যাপল ওয়াচ আল্ট্রা। ডাইভ ওয়াচ হিসেবে কাজ করবে ডিভাইসটি।

টাইটেনিয়ামে তৈরি অ্যাপল ওয়াচ এসই
আরও আসছে নতুন অ্যাপল ওয়াচ এসই সংস্করণ। দ্বিতীয় প্রজন্মের এসই-তেও ইমার্জেন্সি এসওএস এবং ক্র্যাশ ডিটেকশন ফিচার থাকবে। বড় হচ্ছে ডিসপ্লের আকার। চলবে ওয়াচ ওএস ৯ অপারেটিং সিস্টেমে। কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।

আসছে অ্যাপল ওয়াচের সিরিজ ৮
বিপদে শেষ ভরসা হিসেবে অ্যাপল ওয়াচকে তুলে ধরছে প্রয়াত স্টিভ জবসের প্রতিষ্ঠান। নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর ঘোষণা দিচ্ছেন জেফ উইলিয়ামস। ‘সুইম প্রুফ’ এবং ‘ডাস্ট প্রুফ’ হবে নতুন অ্যাপল ওয়াচ।
নতুন সংযোজন: নারীদের পিরিয়ড ট্যাক করবে অ্যাপল ওয়াচ। তাপমাত্রা মাপার জন্য নতুন দুটি সেন্সর থাকবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। এর সব আপডেট পাওয়অ যাবে অ্যাপলের হেলথ অ্যাপে। নারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ডেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে ডিভাইসে। গাড়ি দুর্ঘটনায় পড়লে স্বয়ংক্রিয়ভাবে জরুরী সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করবে ডিভাইসটি। খবর চলে যাবে কাছের মানুষদের কাছে।

এই বিভাগের আরও খবর