chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর সাইফুল নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার সময় তার আরোহীত মোটর সাইকেলকে কক্সবাজারমুখী একটি ট্রাক চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলামের বয়স ৩৫। সে বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের পাঠানপাড়ার ছিদ্দিক আহমেদের ছেলে বলে জানা গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করে থানায় আনার ব্যবস্থা করা হয়। তাছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় এ পুলিশ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর