দারোয়ানকে বেঁধে ৬টি গরু নিয়ে গেল চোরের দল
চট্টগ্রামের বোয়ালখালীতে দারোয়ানের মুখ হাত পা বেঁধে পিকআপ ভ্যানে করে ৬টি গরু নিয়ে গেছে চোরের দল।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইমামুল্লাচর ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, অরুণ মাস্টার বাড়ীর চন্দন দে এর ৩ লক্ষাধিক টাকা মূল্যের ১টি ষাঁড়, ১টি গাভী ও ১টি বাছুর। লিটন দে এর আড়াই লাখ টাকা মূল্যের ২টি গাভী এবং মুন্সি মিয়ার খামার থেকে ৮০ হাজার টাকা মূল্যের ১টি ষাঁড় পিকআপ ভ্যানে করে নিয়ে যায়।
চুরির আগে মুন্সি মিয়ার খামারের দারোয়ান আবু বক্করকে অর্তকিতভাবে পেছন থেকে কাপড় দিয়ে মুখ, হাত ও পা বেঁধে ফেলে চোরের দল।
চন্দন দে জানান, ভোর রাত ৪টা দিকে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘরে গরু নেই। এসময় গরুর খোঁজে বের হলে রাস্তার মুখে দাড়োয়ান বক্করকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চখ/আর এস