chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজে পারফরম্যান্সে বরখাস্ত চেলসি কোচ টুখেল

 চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অখ্যাত দিনামো জাগরেভের কাছে হেরে গেছে চেলসি। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করা হয়েছে দলটির প্রধান কোচ থমাস টুখেলকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

গত বছরের জানুয়ারিতে পিএসজি ছেড়ে চেলসির দায়িত্ব নিয়েছিলেন জার্মান এই কোচ। দায়িত্ব নেওয়ার পর চেলসিকে ইউরোপিয়ান মুকুট চ্যাম্পিয়নস লিগসহ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন। প্রথম মৌসুমে ধুকতে থাকা চেলসিকে প্রিমিয়ার লিগে সেরা চারে রাখতে সক্ষম হন টুখেল।

গতরাতে ডিনামো জাগরেভের বিপক্ষে চেলসির ডাগআউটে টুখেলের ছিল শততম ম্যাচ। সেঞ্চুরি পূরণের ম্যাচ হেরে চাকরি হারাতে হল ৪৯ বছর বয়সী টুখেলকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ২৭৩ মিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে চেলসি। কালিদু কৌলিবালি, রাহিম স্টার্লিং, কুকুরেল্লা, অবামেয়াংদের দলে ভিড়িয়েও লিগে ছয় ম্যাচে জিতেছে মাত্র তিনটিতে। হার দুটি এবং ড্র একটিতে। লিডসের মাঠে গিয়ে হেরে এসেছে ৩-০ গোলে। এমন পারফরম্যান্স মন ভরাতে পারেনি নতুন মালিক টড বোহলিকে। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে,’একজন নতুন কোচ আনার এটাই সঠিক সময়। ‘

বিবৃতিতে আরো বলা হয়েছে,’নতুন মালিক ক্লাবের দায়িত্ব নেওয়ার ১০০ দিনে পৌঁছেছে এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। নতুন মালিক বিশ্বাস করে, কোচ পরিবর্তন করার এটাই সঠিক সময়। থমাস (টুখেল) এবং তার সহকর্মীদের সমস্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতার কারণে থমাস (টুখেল) চেলসির ইতিহাসে যথার্থই স্থান পাবে। ‘

থমাস টুখেলের অধীনে চেলসি ১০০ ম্যাচ খেলে জিতেছে ৬০টিতে। ড্র ২৪ এবং হার ১৬ ম্যাচে।

 

এই বিভাগের আরও খবর