chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

চট্টগ্রামে রের্কডসংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল গুলোতে চিকিৎসা নিচ্ছেন।সিটি করপোরেশনের শুরু করা মশানিধন কর্মসূচি  হঠাৎ  চোখে পড়ে বলে দাবি নাগরিকদের।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, বর্তমানে চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগী ১৭৯। পুরুষ ৭৭, নারী ৪৮ এবং শিশু ৫৪। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নারও।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক বলেন, রেকর্ডসংখ্যক রোগী বলা যেতে পারে আমাদের হিসাবে। কারণ আমরা একসঙ্গে এতে ডেঙ্গু রোগী আগে পাইনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম বলেন, আমরা ডেঙ্গু মশানিধনে চেষ্টা করছি, তারপরও দু-একজন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আশা করছি, জনগণকে সচেতন করতে আমরা আরও চেষ্টা অব্যাহত রাখব।

চট্টগ্রামে গত দুই বছরে কোনো মশক জরিপ হয়নি। ফলে মশার উৎপত্তিস্থল চিহ্নিত হচ্ছে না। এতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক বিভিন্ন উদ্যোগ যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।

এই বিভাগের আরও খবর