chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ বসতঘর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

এই বিভাগের আরও খবর