হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাসুদ হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) বিকেল তিনটার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারকুল এলাকার ওয়াহিদ আলী চৌধুরী বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ রাউজান উপজেলার উরকিরচর গ্রামের জাকের হোসেন প্রকাশ আবদুস শুক্কুরের পুত্র।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, মাসুদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে সে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।