chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চ্যাম্পিয়নস লিগে আজ পিএসজি’র প্রতিপক্ষ জুভেন্টাস

ডেস্ক নিউজঃ আজ থেকে শুরু হচ্ছে ইউরোপসেরা আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩২টি দলের মধ্যে আজ রাতে মাঠে নামছে ১৬টি দল। মাঠে নামছে মেসি-নেইমারা-এমবাপ্পেদের দল প্যারিস সেন্ট জার্মেইও। ফরাসি জায়ান্টদের আজকের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে পিএসজি-জুভেন্টাস ম্যাচটি। ম্যাচটির জন্য এরই মধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসসহ সব তারকা খেলোয়াড়রা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, চলতি আসরেও লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে তারাই। তবে লিগ ওয়ান নয়, পিএসজির মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়। এই জন্যই দলে তারকার মেলা বসিয়েছি দলটির কতৃপক্ষ। মেসিকে দলে ভিড়িয়েছে, কিলিয়ান এমবাপ্পেকে ধরে রেখেছে শুধু ইউরোপসেরার মুকুট পরার জন্যই।

(পিএসজি’র স্কোয়াড)

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ জি’তে রয়েছে পিএসজি। জুভেন্টাস ছাড়া পিএসজির অন্য দুই প্রতিপক্ষ হলো বেনফিকা ও ম্যাকাবি হাইফা।

এই বিভাগের আরও খবর