chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের মোমিন রোডে ‘সেলুন পাঠাগারে বই বিতরণ

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে ইতোমধ্যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের পঞ্চাশের অধিক সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ।মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এই আয়োজন। সম্প্রতি কোতোয়ালি থানাধীন চেরাগীপাহাড়স্থ মোমিন রোডে দেবাশীষ হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী,প্রশিক্ষক,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপক এডভোকেট মিলি চৌধুরী। এসময় তিনিসহ আগত অতিথিরা সেুলন মালিকের হাতে বই ও বুক সেলফ তুলে দেন।

এ সময় উদ্বোধক মিলি চৌধুরী বলেন, কবি গোলাম মাওলা জসিম মানেই ব্যতিক্রমী ও সচেতনতা তৈরির অন্যতম কারিগর। মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে।আলোকিত মানুষ গড়তে এটি অকপটে প্রশংসনীয় উদ্যোগ।

গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।

এ সময় সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র অন্যতম সমন্বয়ক মোশাররফ হোসেন ভুইয়া পলাশ,আশিক আরেফিন ও নাট্যশিল্পী সৌরভ পাল এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।

 

এই বিভাগের আরও খবর